দিল্লী হিন্দুর চিন্তা ভাবনা ও তারপর - হিন্দু পেইজ

হিন্দু পেইজ

সনাতনী সংবাদ বিশ্বময়

Breaking

Thursday, March 5, 2020

দিল্লী হিন্দুর চিন্তা ভাবনা ও তারপর

আজ উত্তর পূর্ব দিল্লীতে ওই এলাকাটাই ঘুরলাম। যা ভেবেছিলাম, যা আশা করেছিলাম with pragmatism, ঠিক তাই হয়েছে। ওই এলাকা আমার অত্যন্ত পরিচিত। কারা কী, কতটা করতে পারে আমার পুরোপুরি ধারণা ছিল। কিন্তু সোস্যাল মিডিয়া তে এবং মুখে মুখে গেল গেল রব শুনে সামান্য বিভ্রান্ত হয়েছিলাম। বেশি বিভ্রান্ত হইনি। কারণ শিক্ষিত জেনারেল কাস্ট হিন্দুদের মানসিক অবস্থার কথা আমি খুব ভালই জানি। বহু প্রজন্মের রক্তধারায় তারা যে স্মৃতি বহন করে এনেছে, তাতে তাদের আত্মবিশ্বাস এতটাই নিচে নেমে গেছে যে, হিন্দুরা কোথাও মুসলমানকে মেরেছে, সংঘর্ষে জিতেছে, একথা বিশ্বাসই তারা করতে পারে না। তাদের এই মানসিক অবস্থার কথা ভেবে কখনো আমার দুঃখ হয়, কখনো বিরক্ত হই, কখনো ক্রুদ্ধ হই, আবার কখনো হাসি পায়।
যাক, তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করব না। শুধু তথ্য ও সত্য সবাইকে জানিয়ে দিই। দিল্লীতে হিন্দুরা প্রথমে একটু মার খেয়েছে। তারপর যা উত্তর দিয়েছে তা "ওদের" বহুদিন মনে থাকবে। সংখ্যাতত্ত্বের দিক থেকে ৩:১০। আর "ওদের" নিষ্ক্রমণ শুরু হয়ে গেছে। খুব ভালোভাবে জানা যাচ্ছে যে ওরা ভালোমত প্রস্তুত ছিল এবং হিন্দুরা অপ্রস্তুত ছিল। তারপরেও এই পরিণাম। আর একটা কথা, ফলিত হিন্দু ঐক্য দেখা গেছে। Not theoritical but applied Hindu unity was the hallmark of the whole scenario.
এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেগুলো সাক্ষাতে বলা যাবে। সবশেষ কথা, দিল্লীতে হিন্দুরা হিন্দুর মান রেখেছে। হারে নি।
পুনঃ - মোট ১৪ জনের মধ্যে আমার সঙ্গে কাজ করেছে এরকম দুজন পুরানো বজরং দল কর্মীর বলিদান হয়েছে। সকলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

Pages