হিন্দুরা চলছে এখন কোন পথে (বাংলাদেশ প্রেক্ষিত) - হিন্দু পেইজ

হিন্দু পেইজ

সনাতনী সংবাদ বিশ্বময়

Breaking

Friday, August 29, 2008

হিন্দুরা চলছে এখন কোন পথে (বাংলাদেশ প্রেক্ষিত)

প্রিয় পাঠক,
আমি বর্তমানে বাংলাদেশে এ বাস করি। কিন্তু মজার কথা হলো হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্বেও আমরা এই হিন্দুত্ব হতে অনেক দূরে সরে গেছি- আমার এই ব্লগের মাধ্যমে প্রকাশ করতে চাই সবার কাছে।আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয় ও ধর্ম ভীরু কোন ব্যক্তিত্ব নই-
সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু অধিকাংশ সময় আমরা কি হিন্দু নাকি অন্যধর্মাবলম্বী সেটি ভূলে যাই। ভূলবই না বা কেন? আমরা বর্তমানে পূজা অচর্ণার নামে চাঁদা তুলছি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটির পদ পাওয়ার আশায় নেতা বানাচ্ছি তাদেরকে যারা ধর্মের তেমন কিছু জানেনা......

Pages