প্রদীপ প্রজ্জ্বলন করবো
- করোনায় যাদের মৃত্যু তাদের উদ্দেশ্যে এই মোমবাতি প্রজ্জ্বলন !
- ইতিবাচক শক্তির মাধ্যমে নেতিবাচক শক্তির বিদায়ের জন্য এই প্রদীপ প্রজ্জ্বলন!!
- যারা শুধু অন্যের সমালোচনা করে বেড়ায়, তাদের বিরুদ্ধে আমার এই প্রদীপ প্রজ্জ্বলন!
- ইতিবাচক শক্তির মাধ্যমে নেতিবাচক শক্তির বিদায়ের জন্য এই প্রদীপ প্রজ্জ্বলন!!
- যারা শুধু অন্যের সমালোচনা করে বেড়ায়, তাদের বিরুদ্ধে আমার এই প্রদীপ প্রজ্জ্বলন!
অনেকে দেখি আজকের প্রদীপ প্রজ্জ্বলনকে সমালোচনা করে বিভিন্ন মতামত পেশ করছেন। আমি তাদের এই মতকেউ গুরুত্ব দিয়ে বলতে চাই যারা বুদ্ধিজীবিদের স্মরণে কিংবা কারো হত্যার প্রতিবাদে মোমবাতি বা প্রদীপ প্রজ্জ্বলন করে মিছিল করে থাকেন তারাও কি সমালোচনা করছেন? অনেকে আবার বেশি বেশি দেশভক্ত সাজচ্ছেন জেনে বা না বুজে বা দেশের শাসকদের বিরুদ্ধভাবাপন্ন হয়ে। তারা তো অনেক ভূয়ো খবরকে খবর বানিয়ে পোস্ট করছেন বা মতামত ব্যাখ্যা করছেন সোস্যাল মিডিয়াতে। করুন তাতেও আপত্তি নেই।
পুলওয়ামায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে কলকাতায় মোমবাতি মিছিল করেন অনেক নেত্রী আবার তারাই সরকারের বিরোধীতা করতে গিয়ে এই মোমবাতি প্রজ্জ্বলনকে তুলোধূনো করছেন। অদ্ভুৎ তাদের আচরণ। তাদের বিরুদ্ধে আমার কোন বক্তব্য নেই। তারা করছেন যেহেতু তারা রাজনীতি করেন। আমি তথাকথিত বুদ্ধিজীবিদের দেখে বুদ্ধিহীন হয়ে পড়ি যারা প্রয়োজনে (সেই ডানপন্থী হোক বা বামপন্থী) নিজেদের পুর্বের মতকে ১৮০ ডিগ্রী ঘুরিয়ে সমালোচনায় এগিয়ে আসেন। তাদেরকে আমার কিছু বলার নেই হয়তো তারাও এটাকে (বুদ্ধিজীবি পেশা) পেশা হিসেবে বেছে নিয়েছেন।
আমি হতাশাগ্রস্থ কোন বিকার রোগী নই। আমি সবকিছুর মধ্যে আলোর সন্ধান খুঁজতে চেষ্টা করি। আমি সনাতনী চিন্তার ইতিবাচক দিকের ধারক। মনেকরি প্রতিটি ঘটনার পিছনের সৃষ্টিকর্তার রহস্যময় কোন ইঙ্গিত রয়েছে। চেষ্টা করি তা অনুভব করার, অনুধাবন করার। এগিয়ে চলুক মানব সভ্যতা এগিয়ে চলুক প্রতিটি সদ্চিন্তা। অন্ধকার পেড়িয়ে আলোকোজ্জ্বল হউক মহাবিশ্ব।
আমি প্রদীপ প্রজ্জ্বলনের বিবিধ বিজ্ঞানভিত্তিক তত্ত্ব বা তথ্য উপস্থাপন করতে চাই না। শুধু ইতিবাচক শক্তির প্রার্থনা করতে চাই
আমি হতাশাগ্রস্থ কোন বিকার রোগী নই। আমি সবকিছুর মধ্যে আলোর সন্ধান খুঁজতে চেষ্টা করি। আমি সনাতনী চিন্তার ইতিবাচক দিকের ধারক। মনেকরি প্রতিটি ঘটনার পিছনের সৃষ্টিকর্তার রহস্যময় কোন ইঙ্গিত রয়েছে। চেষ্টা করি তা অনুভব করার, অনুধাবন করার। এগিয়ে চলুক মানব সভ্যতা এগিয়ে চলুক প্রতিটি সদ্চিন্তা। অন্ধকার পেড়িয়ে আলোকোজ্জ্বল হউক মহাবিশ্ব।
আমি প্রদীপ প্রজ্জ্বলনের বিবিধ বিজ্ঞানভিত্তিক তত্ত্ব বা তথ্য উপস্থাপন করতে চাই না। শুধু ইতিবাচক শক্তির প্রার্থনা করতে চাই
আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতির্নমোহস্তুতে।ব্রহ্মজ্যোতিঃ প্রদীপ্তায় গুরুর জ্যোতির্নমোহস্তুতে।।
আত্মরূপী জ্যোতিকে প্রদীপ্ত করার জন্য এই ব্রহ্মরূপী জ্যোতি কে নমস্কার। ব্রহ্মরূপী জ্যোতিকে প্রদীপ্ত করার জন্য গুরু জ্যোতি কে নমস্কার।।
চলুন না সবাই মিলে আমাদের নেতিবাচক শক্তিকে পরাভূত করে ইতিবাচক শক্তিকে উদ্বেলিত করি।
সর্বে ভবন্তু সুখী নঃ, সর্বে সন্তু নিরাময়াঃ।
সর্বে ভদ্রানি পশ্যন্তুঃ, মা কশ্চিদ্ দুঃখভাগ ভবেৎ। ।
অর্থঃ সবাই সুখে থাকুক সবাই সূস্থ্য থাকুক সবাই ভালো দেখুক কেহই যেন দুঃখে না থাকে।
সর্বে ভদ্রানি পশ্যন্তুঃ, মা কশ্চিদ্ দুঃখভাগ ভবেৎ। ।
অর্থঃ সবাই সুখে থাকুক সবাই সূস্থ্য থাকুক সবাই ভালো দেখুক কেহই যেন দুঃখে না থাকে।
