আমরা যারা একটু ৩০ এ বা তারও অধিক বয়সের অধিকারী তারা হয়তো পন্ডিত মশায়ের গল্প শুনেছেন কিংবা অভিজ্ঞতা উপলব্দি করেছেন। পন্ডিত মশাই আসছে এই কথা শুনলেই ক্লাসের সবাই শান্ত শিষ্ট হয়ে যেতো। এই কারণ আর কিছুই নই - পন্ডিত মশায়ের চিকন বেত।
আজকের সমাজে সেই পন্ডিত মশাইদের আর খুঁজে পাওয়া যায়না। রাজনীতির বেড়াজালে আটকে গেছে সবাই। হিন্দু সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বের মধ্যে পন্ডিত মশাইয়ের তুলনা হতো না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের দেখলে মনে হয় তারা ভুলে গেছে পন্ডিত মশাইদের নাম। কে কাকে মান্যকরে বোঝা মুস্কিল।
হিন্দুসমাজের বিভিন্ন পূজা অর্চনায় পন্ডিত মশাইদের ডাক সব সময় দেখা যেত। আর এখন পন্ডিত মশাইদের পাওয়াই যায়না। যাবেই বা কোথা থেকে। এখন পন্ডিত হতে কিছুই লাগেনা। বর্তমানে সংস্কৃত বিষয়ক পন্ডিত হতে পড়তে হয়না। বইয়ের পাতা দেখে পরীক্ষা দিয়েই পরীক্ষায় পাশ করে কাব্য, তীর্থ, আদ্য মধ্য।
তারা আবার চাকরীর আশা করে । সংবাদ সম্মেলন করে। কিভাবে এগুচ্ছে বর্তমানের পন্ডিত মশাইয়রা?to be continued visit Hindupage
আজকের সমাজে সেই পন্ডিত মশাইদের আর খুঁজে পাওয়া যায়না। রাজনীতির বেড়াজালে আটকে গেছে সবাই। হিন্দু সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বের মধ্যে পন্ডিত মশাইয়ের তুলনা হতো না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের দেখলে মনে হয় তারা ভুলে গেছে পন্ডিত মশাইদের নাম। কে কাকে মান্যকরে বোঝা মুস্কিল।
হিন্দুসমাজের বিভিন্ন পূজা অর্চনায় পন্ডিত মশাইদের ডাক সব সময় দেখা যেত। আর এখন পন্ডিত মশাইদের পাওয়াই যায়না। যাবেই বা কোথা থেকে। এখন পন্ডিত হতে কিছুই লাগেনা। বর্তমানে সংস্কৃত বিষয়ক পন্ডিত হতে পড়তে হয়না। বইয়ের পাতা দেখে পরীক্ষা দিয়েই পরীক্ষায় পাশ করে কাব্য, তীর্থ, আদ্য মধ্য।
তারা আবার চাকরীর আশা করে । সংবাদ সম্মেলন করে। কিভাবে এগুচ্ছে বর্তমানের পন্ডিত মশাইয়রা?to be continued visit Hindupage
