দিল্লীতে সবচেয়ে বেশি হিংসার শিকার হিন্দুরা - হিন্দু পেইজ

হিন্দু পেইজ

সনাতনী সংবাদ বিশ্বময়

Breaking

Sunday, March 1, 2020

দিল্লীতে সবচেয়ে বেশি হিংসার শিকার হিন্দুরা

উত্তর-পূর্ব দিল্লির হিংসা এখন অনেকটাই আয়ত্তে চলে এসেছে।কিন্তু যত দিন যাচ্ছে,তত সামনে বেরিয়ে আসছে হিংসার ভয়াবহতার ছবি।আস্তে আস্তে দাঙ্গাবাজদের মুখোশ উন্মোচিত হচ্ছে।যারা এতদিন এই হিংসার জন্য বিজেপি,আরএসএস এর উপর দোষ চাপাতে ব্যস্ত ছিলেন,প্রকৃত ঘটনা সামনে আসতেই তাদের আসল উদ্দেশ্য সামনে বেরিয়ে আসছে।

যে সব দোকানে বা বাড়ির সামনে নো এন আরসি লেখা রয়েছে সেই সব দোকানে জ্বালানো হয়নি। আপ পারিষদ নেতা তাহীর হোসেনের বিল্ডিংয়ের ভয়াবহ দৃশ্য ইতিমধ্যেই সকলের দেখা হয়ে গেছে।কিভাবে সেখানে দীর্ঘদিন ধরে দাঙ্গার ষড়যন্ত্র করা হয়েছিল?দাঙ্গাবাজরা কিভাবে বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়া হিন্দুদের টেনে হিচড়ে বিল্ডিংয়ের ভেতরে নিয়ে গিয়ে তাদের উপর নির্মম হত্যালীলা চালানো হয়েছে। আইবির হেড কনস্টেবল অঙ্কিত শর্মার ঘটনা তার অন্যতম উদাহরণ।এখনও সেই ছাদের উপরে কিভাবে হিংসার জন্য ব্যবহৃত পেট্রোল বোমা,অ্যাসিডের প্যাকেট,রড,ব্যবহৃত গুলির খোলস,ইট ও পাথরের টুকরো পরে রয়েছে?

Pages