হিন্দু নির্যাতন ৬ মার্চ ২০২০ - হিন্দু পেইজ

হিন্দু পেইজ

সনাতনী সংবাদ বিশ্বময়

Breaking

Monday, March 9, 2020

হিন্দু নির্যাতন ৬ মার্চ ২০২০




প্রসঙ্গত, ছবির এই ব্যক্তির নাম স্বপন নাথ, একজন ক্ষুদ্র ব্যবসায়ী। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার ফুলতলা নামক স্থানে উনার দোকান।  বয়স আর কত হবে ৪০/৪২! প্রতিদিনের মতো ৬ ই মার্চ রাতে আনুমানিক ২টার সময় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় বাড়ির কাছাকাছি গেলে কে বা কারা উনার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করে!

একপর্যায়ে উনার  আত্মচিৎকার এবং  আর্তনাদ শুনে এলাকার স্থানীয় লোকেরা মন্দিরের পেছনে পুকুর ঘাটে তাঁকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। সেখানে থেকে তাকে চট্রগ্রামের দোহাজারী হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান!

বাংলাদেশে স্বপন নাথের মতো মানুষদের রাতের আঁধারে তথাকথিত দুর্বৃত্তরা পিটিয়ে মারবে, তাদের মঠ, মন্দির ভাঙচুর হবে, তাদের ঘরে অল্প বয়সী তরুণী যুবতী নারীরা থাকলে তাদের নানা প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা হবে, তাদের বাড়িঘর সম্পত্তি প্রতিনিয়ত দখল হবে কিন্তু বিচার হবে না!

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন তথা হিন্দু নির্যাতনের ৯০% খবর যেখানে মিডিয়াতে প্রকাশ হয়না, যে দেশের মিডিয়ার লিড নিউজে দিল্লী কিংবা গুজরাটের ঘটনা থাকে কিন্তু এদেশের সংখ্যালঘু নির্যাতনের খবর মিডিয়ায় প্রকাশ হয় না, সেখানে আমি রাষ্ট্র আর প্রশাসনের কাছে বিচার চাইবো??? আমি আর রাষ্ট্রযন্ত্র ও সাম্প্রদায়িক মানবতাবাদীদের লজ্জা দিতে চাইনা!

Pages