চৈত্র শুক্ল প্রতিপদ অর্থাৎ এইবার ইংরেজি ২০২০ সালের ২৫শে মার্চ (আগামীকাল) বর্ষ প্রতিপদের শুভ দিন।
ভারতীয় নববর্ষ, বিক্রম সংবত ২০৭৭, এই দিনটির থেকে প্রারম্ভ হবে।
বর্ষ প্রতিপদ দিনটির সাথে জড়িত আছে কিছু সামাজিক এবং ঐতিহাসিক সম্পর্ক -
১. বিশ্বের ক্ষেত্রে কালগণনায় এইটিই প্রথম।
২. শ্রী রামচন্দ্রের রাজ্যভিষেকের দিন।
৩. সম্রাট বিক্রমাদিত্য কর্তৃক শকদের পরাস্ত এবং বিক্রম সংবতের প্রারম্ভ বর্তমান চলমান ইংরেজি বৎসরের ৫৭ বছর আগে, অর্থাৎ প্রায় আড়াই হাজার বৎসর পূর্বে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য, ইতিহাসে 'শকরী বিক্রমাদিত্য' নামে প্রশিদ্ধ, এই বৎসর গণনা প্রারম্ভ করে।
সম্রাট বিক্রমাদিত্য বহিঃশত্রু শকদের পরাস্ত করে হিন্দু শৌর্য্যবীর্যের প্রাধান্য পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। তারই স্মারক হিসাবে এই বৎসর গণনা আরম্ভ হয়। শকেরা এক সময় আমাদের দেশকে বারবার আক্রমণ করে দেশের সাংস্কৃতিক চিহ্ন ও মান বিন্দু গুলি ধ্বংস করে নানাপ্রকার অত্যাচার ও নিপীড়ন চালিয়েছিল। সেই শকদের অত্যাচার ও নিপীড়ন হতে দেশ ও সমাজ কে বিক্রমাদিত্য উদ্ধার করেছিলেন। সেই জন্যে এই দিনটি প্রত্যেক হিন্দুর কাছে স্মরণীয় ও বরণীয়।
রাজা বিক্রমাদিত্য শুধু শকদের পরাস্ত করে হিন্দু সমাজের রক্ষা করেছিলেন তা নয় - তার রাজসভাতে কবি কালিদাস, বরাহমিহির প্রমুখ নয়জন বিখ্যাত পণ্ডিতদের সমাবেশ হয়েছিলো। এই বিখ্যাত পণ্ডিতগুলিকে নবরত্ন বলা হতো। এর দ্বারা প্রমাণিত হয় যে রাজা বিক্রমাদিত্যের শাসনকালে তৎকালীন হিন্দু সমাজ সর্বতোভাবে অর্থাৎ জ্ঞানে, বিজ্ঞানে, সাহিত্য চর্চায়, রণনৈপুণ্যে, সাহসে, পরাক্রমে অসামান্য উন্নতি করেছিল - তৎকালীন হিন্দু সমাজ যে, বিস্ময়কর উন্নতি করেছিল - আজ শ্রদ্ধাবনতঃ চিত্তে আমরা তা স্মরণ করি।
৪. শিক পন্থের দ্বিতীয় গুরু অংগদদেবের জন্ম তিথি।
৫. মহর্ষি দয়ানন্দের দ্বারা প্রতিষ্ঠিত আর্য্য সমাজের স্থাপনার শুভদিন।
৬. মা দুর্গার উপাসনা - নবরাত্রি ব্রত'র প্রারম্ভ।
৭. সিন্ধ প্রান্তের প্রসিদ্ধ সমাজ রক্ষক এবং বরুণ দেবতার অবতার সন্ত ঝুলেলাল জির জন্ম তিথি।
৮. শালি বাহন - শক সম্বত এর প্রথম দিন।
৯. কলি যুগাব্দ এবং যুধিষ্ঠির সম্বত্ এর প্রারম্ভ।
১০. সৌভাগ্যবশতঃ রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের নির্মাতা স্বর্গীয় ডাঃ কেশব রাও বলিরাম রাও হেডগেওয়ার (ডাক্তারজী) এর জন্মদিন।
সকল হিন্দু ভাইদের ও বোনদের জন্য হিন্দু নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইলো।
🙏🙏🙏🙏🙏
🚩।।भारत माता की जय।।🚩
বর্ষ প্রতিপদ দিনটির সাথে জড়িত আছে কিছু সামাজিক এবং ঐতিহাসিক সম্পর্ক -
১. বিশ্বের ক্ষেত্রে কালগণনায় এইটিই প্রথম।
২. শ্রী রামচন্দ্রের রাজ্যভিষেকের দিন।
৩. সম্রাট বিক্রমাদিত্য কর্তৃক শকদের পরাস্ত এবং বিক্রম সংবতের প্রারম্ভ বর্তমান চলমান ইংরেজি বৎসরের ৫৭ বছর আগে, অর্থাৎ প্রায় আড়াই হাজার বৎসর পূর্বে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য, ইতিহাসে 'শকরী বিক্রমাদিত্য' নামে প্রশিদ্ধ, এই বৎসর গণনা প্রারম্ভ করে।
সম্রাট বিক্রমাদিত্য বহিঃশত্রু শকদের পরাস্ত করে হিন্দু শৌর্য্যবীর্যের প্রাধান্য পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। তারই স্মারক হিসাবে এই বৎসর গণনা আরম্ভ হয়। শকেরা এক সময় আমাদের দেশকে বারবার আক্রমণ করে দেশের সাংস্কৃতিক চিহ্ন ও মান বিন্দু গুলি ধ্বংস করে নানাপ্রকার অত্যাচার ও নিপীড়ন চালিয়েছিল। সেই শকদের অত্যাচার ও নিপীড়ন হতে দেশ ও সমাজ কে বিক্রমাদিত্য উদ্ধার করেছিলেন। সেই জন্যে এই দিনটি প্রত্যেক হিন্দুর কাছে স্মরণীয় ও বরণীয়।
রাজা বিক্রমাদিত্য শুধু শকদের পরাস্ত করে হিন্দু সমাজের রক্ষা করেছিলেন তা নয় - তার রাজসভাতে কবি কালিদাস, বরাহমিহির প্রমুখ নয়জন বিখ্যাত পণ্ডিতদের সমাবেশ হয়েছিলো। এই বিখ্যাত পণ্ডিতগুলিকে নবরত্ন বলা হতো। এর দ্বারা প্রমাণিত হয় যে রাজা বিক্রমাদিত্যের শাসনকালে তৎকালীন হিন্দু সমাজ সর্বতোভাবে অর্থাৎ জ্ঞানে, বিজ্ঞানে, সাহিত্য চর্চায়, রণনৈপুণ্যে, সাহসে, পরাক্রমে অসামান্য উন্নতি করেছিল - তৎকালীন হিন্দু সমাজ যে, বিস্ময়কর উন্নতি করেছিল - আজ শ্রদ্ধাবনতঃ চিত্তে আমরা তা স্মরণ করি।
৪. শিক পন্থের দ্বিতীয় গুরু অংগদদেবের জন্ম তিথি।
৫. মহর্ষি দয়ানন্দের দ্বারা প্রতিষ্ঠিত আর্য্য সমাজের স্থাপনার শুভদিন।
৬. মা দুর্গার উপাসনা - নবরাত্রি ব্রত'র প্রারম্ভ।
৭. সিন্ধ প্রান্তের প্রসিদ্ধ সমাজ রক্ষক এবং বরুণ দেবতার অবতার সন্ত ঝুলেলাল জির জন্ম তিথি।
৮. শালি বাহন - শক সম্বত এর প্রথম দিন।
৯. কলি যুগাব্দ এবং যুধিষ্ঠির সম্বত্ এর প্রারম্ভ।
১০. সৌভাগ্যবশতঃ রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের নির্মাতা স্বর্গীয় ডাঃ কেশব রাও বলিরাম রাও হেডগেওয়ার (ডাক্তারজী) এর জন্মদিন।
সকল হিন্দু ভাইদের ও বোনদের জন্য হিন্দু নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইলো।
🙏🙏🙏🙏🙏
🚩।।भारत माता की जय।।🚩
